ম্যালথাস জনসংখ্যা বৃদ্ধি রোধে কয়টি উপায়ের কথা বলেছেন? ব্যাখ্যা করো।
ম্যালথাস জনসংখ্যা বৃদ্ধি রোধে কয়টি উপায়ের কথা বলেছেন? ব্যাখ্যা করো।
উত্তর : প্রতিরোধমূলক ব্যবস্থা : বিলম্বে বিবাহ, যৌনসংযম, জন্মনিয়ন্ত্রণ, কৌমার্য অবলম্বন ইত্যাদি পন্থায় জন্মনিয়ন্ত্রণকে প্রতিরোধমূলক ব্যবস্থা বলা হয়। ম্যালথাস বলেছেন, প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করলে, লোকসংখ্যা দ্রুতগতিতে বাড়তে থাকলে দেশে খাদ্য সমস্যা দেখা দেবে।
প্রাকৃতিক নিরোধ : মহামারি, দুর্ভিক্ষ, খাদ্যাভাব, অপুষ্টি, যুদ্ধ-বিগ্রহ প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে অতিরিক্ত জনসংখ্যার প্রাণসংহারকে প্রাকৃতিক নিরোধ বলা হয়। এসব সমস্যার হাত থেকে রেহাই পেতে ম্যালথাস দেশের জনগণকে বিশেষভাবে তাগিদ দিয়েছেন।
No comments