মানবসম্পদ উন্নয়ন বলতে কী বোঝায়?
মানবসম্পদ উন্নয়ন বলতে কী বোঝায়?
উত্তর : প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও মানসম্মত বাসস্থানের নিশ্চয়তা প্রদানের মাধ্যমে দক্ষকর্মী বা শ্রমশক্তি সৃষ্টির প্রক্রিয়াকেই ‘মানবসম্পদ উন্নয়ন’ বলে। অর্থনীতিবিদ Gunar Myrdal মানবসম্পদের উন্নয়নে আটটি অপরিহার্য উপাদানের কথা উল্লেখ করেছেন। সেগুলো হলো—১. খাদ্য ২. বস্ত্র ৩. বাসস্থান ও তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা ৪. শিক্ষা ৫. স্বাস্থ্য সুবিধা ৬. জনসংযোগমাধ্যম ৭. পরিবহন এবং ৮. শক্তিভোগ।
No comments